ময়মনসিংহ ডিবি ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
“ময়মনসিংহে ডিবি’র বিশেষ অভিযানে আন্তঃজেলা মাদক কারবারী চক্রের ০৪ সদস্য গ্রেফতার, করে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম(বার) নির্দেশে এসআই(নিঃ) মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় বিশেষ অভিযান অভিযান পরিচালনা করে ইং ৩০/০১/২০২০ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় ভালুকা থানাধীন মাস্টারবাড়ী ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সুমন মিয়া (৩০), পিতা-জহির আলম, মাতা-কাউছার বেগম, সাং-লাহারকান্দি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, ২। মোঃ মইনুদ্দিন ওরফে সুলতান (৩৫), পিতা মৃত-হারুনুর রশিদ, মাতা-মর্জিনা বেগম, সাং-ঢাকিয়া পাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ এবং এসআই(নিঃ) দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং ৩০/০১/২০২০ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় ডোহাখোরা হাট বাজার থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৩। এমদাদুল হক(২৭), পিতা-ফজলুল হক, মাতা-বেগম, ৪। জাহিদ হাসান @ জয়দুল্লা (২৫), পিতা-লাল মিয়া চান, মাতা-রবিলা খাতুন, উভয় সাং-টেঙ্গারিয়া কান্দা ডাংগামারি, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।