ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার সমীর সরকার, র্যাব-১৪, সিপিএসসি এর নেতৃতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রেলওয়ে স্টেশন এর সামনে ট্রাফিক মোড়ে দক্ষিণ পার্শ্বে ১/এ/১ ষ্টেশন রোড/এবি গুহ রোড এ্যাপেক্স জুতার দোকানের সামনে ফুটপাতের উপর হতে দেশীয় তৈরি ৪.৬২৫ লিটার চোলাই মদ ক্রয়/বিক্রয়ের সময় মোঃ মনির শিকদার (৩৪), হীরা চন্দ্র শীল (৩৫), ও মোঃ মাসুদ কোরেশী (২০) ও ০৩টি মোবাইল সেট অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন