ময়মনসিংহে মানুষের ১২ টি মাথার খুলি ও দুই বস্তা মানব দেহের হাড়গোর সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের কোতোয়ালী থানার পুলিশ।
পুলিশ জানায়,গত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে এসব মাথার খুলি ও হাড়গোর উদ্ধার করা হয়েছে। এসময় বাপ্পী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা এসব হাড় ও মাথার খুলি বিদেশে পাচারের উদ্দ্যেশ্যে সংগ্রহ করা হচ্ছিলো। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ প্রশাসন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন