মোহনগঞ্জে বৈদেশিক কর্মসংস্হানে দক্ষতা-সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মোঃআজহারুল ইসলাম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি ঃ
জেনে বুঝে ববিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই, এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে বৈদেশিক কর্মসংস্হানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ দত্ত, মোহনগঞ্জ থানার ওসি মোঃশওকত আলী,জেলা কর্মসংস্হান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোঃআবুল কালাম আজাদ,নেত্রকোনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, মোরাদ হোসেন, সৈয়দ শাকিল মোস্তফা,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার সহ মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।
কর্মের জন্য বিদেশ যেতে হলে বিভিন্ন রকমের কাজ শিখে দক্ষতা অর্জন করার পাশাপাশি ওই দেশের ভাষাও শিখে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেন। এতে করে বেশী উপার্জনও সম্বব,সাথে দেশের ভাবমুর্তিও উজ্জল হবে, এ সকল বিষয়ে ভক্তারা পরামর্শ দেন। দালালদের প্রলোভনে না পরার জন্যও বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।