মো: আজহারুল ইসলাম মোহনগঞ্জ ( নেত্রকোনা) প্রতিনিধি।
নেত্রকোনার মোহনগঞ্জে মানশ্রী গ্রামে হীরা মনি-(১৯) নামে এক নব বধু গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। হীরা মনি মানশ্রী গামের কাজি মুদ্দিনের মেয়ে। জানাযায় একই গ্রামের আ:সাত্তারের ছেলে মো:আওয়ালের সাথে মাত্র -১০দিন আগে তার বিয়ে।
আজ (২২শে-ডিসেম্বর) রবিবার দুপুর ১-টার সময় শ্বশুর বাড়ী হতে ফাঁস লাগানো অবস্তায় স্বামী সহ শ্বশুর বাড়ীর লোকজন থাকে উদ্ধার করে। পরে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে এসে রেখে,পালিয়ে যায়। এতে ঘটনাটি সন্দেহের সৃষ্টি হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে মোহনগঞ্জ থানার এস,আই রফিকুল ইসলাম বলেন, মৃত্যুটি রহস্য জনক।লাশ হাসপাতাল হতে থানায় এনে মর্গে রাখা হয়েছে। আগামী কাল ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হবে এবং ময়না তদন্তের রিপোট শেষে আইনি
পদক্ষেপ নেওয়া হবে।