নেত্রকোনার মোহনগঞ্জে মাইলোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে এবারের পিইসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে গরীব মায়ের সন্তান মোঃবায়েজিদ বোস্তামী
সে মোহনগঞ্জ পৌর এলাকার মাইলোড়ায় বসবাস করে। তার গ্রামের বাড়ী আটপাড়া উপজেলার হাতিয়া গ্রামে।
পিতার নাম মৃত সিদ্দকুর রহমান মাতা মোছাঃলতিফা আক্তার
বায়েজিদ বোস্তামীর মা মোছাঃলতিফা আক্তার জানায় প্রায় ৪ মাস আগে বায়েজিদের বাবা মারা গেছে অভাবের সংসারে আমার ছেলে অন্যান্য ছেলেদের মত আমার ছেলে পড়ালেখার সুযোগ সুবিধা পায়নি তারপর ও আল্লাহর কাছে শুকরিয়া।
বায়েজিদ জানায় আমার রেজাল্ট এর জন্য আমার মা, চাচা, চাচী ও স্কুলের শিক্ষকদের নিকট চির কৃতজ্ঞ। সে সকলের দোয়া ও সহযোগীতা চায় এবং বড় হয়ে মানুষের সেবা করার জন্য আদর্শবান ডাক্তার হতে চায়।