বরিশালের মেহেন্দিগঞ্জের নদী থেকে ৯ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মাসকাটা নদীর বাহাদুরপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ওসি আবিদুর রহমান জানান, বাহাদুরপুর এলাকা থেকে ওই ৯ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে ভোলায় ঝড়ের মুখে ট্রলার ডুবির ঘটনায় নিখোজ হওয়া জেলে এরাই।
উদ্ধার হওয়া মরদেহগুলো ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবুবক্করপুর এলাকার কামাল দালাল (৩৫), একই এলাকার মফিজ মাতুব্বর (৩৫), নূরাবাদ এলাকার হাসান মোল্লা (৩৮), একই এলাকার নুরুন্নবী বেপারী (৩০), ফরিদাবাদ এলাকার নজরুল ইসলাম (৩৫), একই এলাকার কবির হোসেন (৪০), আব্দুল্লাহপুর এলাকার মো. বিল্লাল (৩২), চরফ্যাশন থানার উত্তর শিবা এলাকার আব্বাস মুন্সি (৪৫), একই এলাকার রফিক বিশ্বাস (৫৫) এর বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আগের দিন রোববার আরেকটি লাশ উদ্ধার হয়েছিল। এ নিয়ে মোট লাশের সংখ্যা ১০এ দাড়িয়েছে।
গত রোববার ঘুর্ণিঝড় বুলবুল চলাকালে চাঁদপুর থেকে ভোলার চরফ্যাশন যাওয়ার পথে নৌকাডুবিতে বেশ কয়েকজন জেলে নিখোঁজ হয়েছিল।
এদের সবার বাড়ি ভোলার চরফ্যাশনের নুরাবাদের আব্দুল্লাহপুরে।