মুজিব বর্ষ উপলক্ষে চিনাইর গ্রামে ব্রাহ্মনবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত
জহিরুল ইসলাম ব্রাহ্মনবাড়িয়া সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির মুজিব বর্ষ উপলক্ষে চিনাইর গ্রামে সোমবার ৩/২ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী জেনারেল ম্যানেজার জনাব মোঃ শাহজাহান তালুকদার। প্রকৌশলী সহকারী জেনারেল ম্যানেজার মোঃ নূরে আলম, এই সময় জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহান তালুকদার গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুৎতের সুবিধা অসুবিধা সহ বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন, এবং বলেন নিরাপদ ও পরিমিত বিদ্যুৎ ব্যবহার, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে গ্রাহকদের কে আহবান করেন।
জেনারেল ম্যানেজার আরো বলেন, আপনারা যে কোন সেবা পেতে সরাসরি অফিসের সাথে যোগাযোগ করবেন তাতে করে হয়রানী মুক্ত সেবা পাবেন এবং দালাল চক্রের কাছে জিম্মি হবেন না।