মুজিববর্ষকে পুঁজি করে চট্টগ্রাম মহানগরীতে চাঁদাবাজি করার সময় তিন যুবককে আ্ আটক করেছে চট্টগ্রামের পুলিশ।শুক্রবার রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন।শনিবার দুপুরে প্রেস বিফিং-এর মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।
ওসি মহসীন জানান, রাতে কোতোয়ালি থানা এলাকা থেকে মুজিববর্ষের নামে চাঁদাবাজি করার সময় তিনজনকে আটক করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত্বের নাম।
মুজিববর্ষ আবেগের বর্ষ। সেই আবেগ নিয়ে কাউকে ফায়দা লুটতে দেওয়া হবে না। মুজিববর্ষের নামে চাঁদাবাজি করতে গিয়েছিল কিছু যুবক। সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।