ছাতকের মুক্তারপুর কিক্রেট ক্লাবে উদ্যোগে কিক্রেট টুনামেন্টের ফাইনালে মুক্তারপুর মাটে সোমবার বিকেেলে সুপার ইলভেন প্রথমে ব্যাট করে ১৪৭ রান সংগ্রহ করে ১৬ ওভার শেষে সব কয়টি উকেট হারিয়ে ইলিভেন স্টার,জবাবে সুপার ইলিভেন ৪ উকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়, ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে জাহার আহমদ বিপ্লব, টুনামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাহার আহমদ বিপ্লব, টুনামেন্ট সেরা বোলার, আবুল কালাম হয়েছেন, টুনামেন্ট সেরা ব্যাট ম্যান নির্বাচিত হয়েছেন, বুরহান উদ্দিন,, খেলায় পুরস্কার বিতরন করেন গ্রামের কৃতি সন্তান শিক্ষা অনুরাগী শালীশ ব্যক্তিত জনাব আব্দুল খালিক সাহেব, অএ গ্রামের মুরব্বিরা সহ ক্লাবের সদস্যবৃন্দ।
সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন