এনামুল হক,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঁদা দাবি ও অনৈতিক প্রস্তাবকারী মামলার আসামী জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেয়ার হুমকি দেয়ায় থানায় জিডি করেছেন মামলার বাদি শিক্ষিকা সুরাইয়া বেগম।
জিডি সূত্রে জানা গেছে, উপজেলার ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদ মোশারফ তরফদার সহকর্মী সহকারী শিক্ষিকা সুরাইয়া বেগমের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবিসহ অনৈতিক কাজের প্রস্তাব দেয়। এতে বিক্ষুদ্ধ শিক্ষিকা সুন্দরগঞ্জ থানায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার আসামি ওই শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেই মামলার বাদি শিক্ষিকার বিদ্যালয়ে যাওয়ার সময় পথ রোধ করে মামলা তুলে নেয়ার চাপসৃষ্টিসহ প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় মামলার বাদি শিক্ষিকা সুরাইয়া বেগম আসামী শিক্ষক খালেদ মোশারফ তরফদারের বিরুদ্ধে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি করেন। যার নং ১১৫।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান জিডি দায়েরের সত্যতা স্বীকার করেন।