মান্নান মেম্বারের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আঃ মান্নান মেম্বারের বিরুদ্ধে ভুয়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ৷ আজ ১৬ই নভেম্বর (সোমবার) মান্নান মেম্বারের নিজ গ্রাম খাগড়াটা তে সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ মান্নান মেম্বার, সাবেক মেম্বার আঃ হালিম, সাবেক মেম্বার আঃ গফুর, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস পুলিশ, বাবলু ও আব্দুল আওয়াল সহ আরও অনেকে ৷
মানববন্ধনে বক্তারা বলেন, মান্নান মেম্বার একজন সৎ নম্র ভদ্র ও বিনয়ী সে প্রতিনিয়ত জনগনের সেবায় দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ৷ এরই প্রেক্ষিতে কিছু কুচক্রী মহল তার সুনামকে ক্ষুন্ন করতে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে ৷ এই ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা ৷
এলাকার শতশত নারী ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন ৷
মোঃ সবুজ সরকার সৌরভ
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
মোবাইলঃ 01776183302
তারিখঃ ১৬/১১/২০২০