মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় অচল কটিয়াদী উপজেলা প্রশাসন
মিজানুল হক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ::
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশেরগঞ্জ জেলার কটিয়াদীর শাখার কর্মচারীদের গ্রেড১১-১৬) পদবি পরিবর্তন সহ গ্রেড উন্নীত করণের দাবিতে ১৫ দিন ব্যাপী পূর্র্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় সারা দেশের ন্যায় কটিয়াদী উপজেলা কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করা হয়। কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রেীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশানার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীগন এক যোগে সারাদেশে এই কর্ম বিরতি পালন করছে।
এর দ্বারা কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা অফিসের সি.এ কাম উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষারিক কাম কম্পিউটার অপারেটর , অ্যাকান্টেন্ট ক্লার্ক, সহকারী কমিশানার (ভূমি) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক, ১৫-১৯, ২২-২৬, ২৯-৩০ নভেম্বর ২০২০ খ্রি. পর্যন্ত সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার সি.এ কাম উচ্চমান সহকারী জানান, সরকার যদি অতিসত্ব আমাদের দাবি পূরণ না করে তবে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সামনে আরও কঠোর কর্মসূচি ডাক দেওয়া হবে।