মাদারগঞ্জে ইউএনও ও ভূমি অফিস কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি
মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীদের ( গ্রেড ১১- ১৬) পদবী পরিবর্তন সহ গ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে কর্মচারীরা। রোববার উপজেলা চত্বরে এ কর্মদিবস পালিত হচ্ছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী জিহাদ হাসান, কবিরুল হাসান ও ভূমি অফিসের অফিস সহকারী সোহাগ মিয়া ও মিনারুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাকাসস কেন্দ্রীয় কমিটি কর্তৃক বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার( ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১১-১৬) পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি।
আয়োজনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ( বাকাসস) মাদারগঞ্জ শাখা।