গত ১৩ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগুরা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকদের সাথে দুপুর ২ টায় মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম মহোদয়েরর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফেরদৌস রেজা, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, সহ সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আইনুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক আলী আশরাফ, কার্যনির্বাহী সদস্য ইমান উদ্দিন, শাহীন খন্দকার, রিকো শিকদার, সজীব বিশ্বাস, স্বপ্না আক্তার সাথী সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এ সময় সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় বলেন পুলিশ সবার জন্য, ভালো কাজের সাথে আমরা সবসময় আছি। সাংবাদিক ও পুলিশ পরস্পর সহযোগিতার মধ্যেমে কাজ করলে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দূর্নীতি মুক্ত একটি আদর্শ সমাজ গঠন করা অনেকাংশে সহজ হয়।
মাগুরা রিপোর্টার্স ইউনিটিকে সকল সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন তিনি। যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মাগুরা রিপোর্টার্স ইউনিটির সকল নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।