মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের মধ্যপাড়ায় বিকাল ৪:৩০ টার সময় মারাত্মক অগ্নিকান্ডে দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে, আর এতেই অনুতোষ বৈরাগী ও কনক বৈরাগীর দুটি পাশাপাশি ঘরে আগুন লেগে পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়।
অগ্নি কান্ডের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে ঘরে আর কোন কিছুই অবশিষ্ট নেই, ঘরের চাল ডাল ও নিত্য প্রয়োজনীয় জিনিস, এমনকি বাচ্চাদের বই পুস্তক পুড়ে শেষ। গ্রামের অতি সাধারণ কৃষক অনুতোষ বৈরাগী ও কনক বৈরাগীর সংসার এমনিতেই চলে অতি দারিদ্রতার মধ্য দিয়ে, তাদের মাথা গোঁজার ঠাঁই টুকু পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার দুটো। অনুতোষ বৈরাগী ও কনক বৈরাগীর অগ্নিকান্ডের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষ টাকা বলে জানা যায।
এমতাবস্থায় সরকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এই দুটি পরিবারের পাশে না দাঁড়ালে খোলা আকাশের নিচেই বসবাস করা ছাড়া এদের কোন উপায় থাকবেনা।