মাগুরায় ১০ই মার্চ বুধবার সন্ধ্যা ৬ টার সময় যশোর মাগুরা মহাসড়কের ভাবন হাটির ঢালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত কলেজ ছাত্রের নাম শান্ত বিশ্বাস(২০), সে মাগুরা শালিখা উপজেলার তালখড়ী ইউনিয়নের দীঘল গ্রামের বিদ্যুৎ বিশ্বাসের ছেলে। নিহত শান্ত বিশ্বাস মনিরামপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় যশোর মাগুরা হাইওয়ে রোডের ভাবনহাটি ঢালের সামনে আসার পরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপরে পড়ে যায়, সে সময় অপর দিক থেকে আসা একটি ট্রাক তার মাথার উপরে উঠে গেলে শান্ত বিশ্বাস ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।