মহেশপুরে ১৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
গতকাল বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা কাঞ্চনপুর ব্রিজের মোড় থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। মহেশপুর থানা কর্মকর্তা ওসি মোরশেদ হোসেন খান জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা মাদক পাচার করছে তাৎক্ষণিক এসআই আবুজার কে নির্দেশ দিলে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বাগাডাঙ্গা কাঞ্চনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র মিকাইল হোসেন(২৪), আরেক জন একই এলাকার জামাল উদ্দিনের পুত্র দুদুমিয়া (২১)।
এ বিষয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।