ঝিনাইদহের মহেশপুরে কদমতলা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি মৃদি দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। রবিবার গভীর রাতে উপজেলার কদমতলা ব্রীজ মোড়ে বাবলু মিয়ার মুদির দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষ টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বাবলু মিয়া উপজেলার কমতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
মুদি ব্যবসায়ী বাবলু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় বেচা কেনা শেষে রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান।
রাত ২টার দিকে খবর পান তার দোকানে আগুন লেগেছে ঘটনাস্থলে পৌছানোর কিছুক্ষনের মধ্যে নগদ ১৫ হাজার টাকা, ১টি ফ্রিজ, ১টি টিভি, গ্যাস চুলা, গ্যাস সিলিন্ডার, ফ্যান সহ দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এই দূর্ঘটনায় তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান। এভাবে ক্ষতি সাধিত হওয়ায় সে এখন পথে বসে গেছে।