ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে সোমবার সকালে তিন দিন ব্যাপি ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রবিউল ইসলাম তিন দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রবিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন,উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মহেশপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৭৪টি ষ্টোল দেওয়া হয়েছে।