পঞ্চগড় জেলা দেবীগন্জ উপজেলার (পাঁচ) নং সুন্দরদিঘী ইউনিয়নের (এক) নং ওয়ার্ডে ময়না পাড়া গ্রামে মোঃ ইসতাহারের (তিন) নাম্বার ছেলে মো:ইউসুফ ইসলাম। আজ সকাল বেলা আনুমানিক 10টা 30মিনিটে বৃষ্টি চালকালিন হাজারাডাঙ্গা গ্রামের মোঃসাত্তারের স্ত্রী রাস্তা দিয়ে যাওয়ার পথে ইউসুফ ইসলাম জোর পূর্বক অসামাজিক কাজে লিপ্ত করার চেষ্টা করে।
এলাকাবাসীর কাছে ধরা পরে ইউসুফ ইসলাম। এতে কতৃপক্ষ বিচার চায় ছেলের বাবার কাছে। গ্রামের লোক ক্ষেপে যায় ইসতাহারের ছেলে ইউসুফের প্রতি। ইসতাহারের ছেলে ইউসুফ নাকি এরকম আরো কয়েকটা ঘটনায় লিপ্ত ছিলো। জানা যায় এলাকাবাসীর কাছে। এবার এলাকাবাসী উপযুক্ত জবাব চায়।