সুজন তালুকদারঃ
ছাতকে মহান বিজয় দিবসের ফেস্টুন ব্যানার লাগানোর কাজে ব্যাস্থ সময় কাটাচ্ছে ছাতকের গ্রাম পুলিশ। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস কে সামনে রেখে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরের নির্দেশে ১৫ ডিসেম্বর ছাতক,গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন পয়েন্ট, শিক্ষা প্রতিষ্ঠানে বংঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও শিখা সতের নিয়ে সাজানো ফেস্টুন,ব্যানার লাগাচ্ছেন।
উপজেলার সকল গ্রাম পুলিশের কাছ থেকে জানাযায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির গ্রাম পুলিশদের নিয়ে বিভিন্ন সময় মতবিনীময় সভা ও প্রশিক্ষণের ব্যাবস্থা করেন, সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গীবাদমুক্ত করতে গ্রাম পুলিশের বিশেষ দায়িত্ব ও সহযোগিতা প্রয়োজন।
কোথাও কোন অপরাধ সংগঠিত হলে সাথে সাথেই পুলিশ প্রশাসনকে জানাবেন। তাও যদি না পারেন তাহলে আপনারা অবশ্যই আমার দেওয়া ফোন নাম্বারে কল করে অবহিত করবেন। নির্বাহী অফিসার সকল গ্রাম পুলিশের সন্তানদের লেখাপড়ার সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলেন, আপনাদের সন্তানদের অবশ্যই যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর তার জন্যে প্রয়োজন শিক্ষা অর্জন করা। আমি আপনাদের সহযোগিতা করবো।
কাজকর্ম শেষে তারা এক আলোচনা সভায় মিলিত হয় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী উজ্জীবক সুজন তালুকদার তিনি গ্রাম পুলিশ ললিত মহন কর, ফারুক মিয়া, আলা উদ্দিন, নুর উদ্দিন, সমরাজ আলী, রইছ আলী, রুসমত আলী, আনছার আলী, নুরুল হক এর কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবিরের প্রসংসনীয় কথাবার্তা শুনে আন্তরিক অভিনন্দন জানান।