ভোলা জেলার সর্ব দক্ষিনে দক্ষিন আইচা থানায়
চুরি-ডাকাতি মাদক,সন্রাস,জঙ্গি,ইভটিজিং,বাল্যবিবাহ, ছিনতাই প্রতিরোধ, দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদি সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধসহ বিভিন্ন জনসভা দক্ষিন আইচা থানায় পুলিশ অংশগ্রহণ করে থাকে। পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে দক্ষিন আইচা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে২০২০ইং।
১৮/১/২০২০ইং শনিবার সকালে দক্ষিন আইচা থানা প্রাঙ্গণে থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের সম্মানিত সদস্য ও ৯ নং চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুর রব মিয়া।থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হারুন অর রশিদ সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা দক্ষিন আইচা থানার ৯নং চরমানিকা ইউনিয়ানের চেয়ারম্যন জনাব আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার। এবং ৯ চরমানিকা ইউনিয়ান আওমীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর মেম্বার ও ফারুক মেম্বার ।, গ্রাম পুলিশি কমিটি বিভিন্ন সমাজ বিরোধী বক্তব্য রাখেন তারা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব বক্তব্য রাখেন দক্ষিন আইচা থানার অফির্চাস ইনর্চাস জনাব হারুন অর রশিদ বলনে: আসুন পুলিশকে সহযোগিতা করি।পুলিশের কাজই হলো সেবা।পুলিশ জনগনের বন্ধু,তাই পুলিশকে সঠিক তথ্য দিয়ে সেবা গ্রহন করুন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি,দলীয় নেতৃবৃন্দ,সাংবাদিক,বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা পরিষদের সম্মানিত সদস্য আব্দুর রব মিয়া বলেন,পুলিশ জনগনের শক্র নয়,বন্ধু।পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন। তাই সমাজের সর্বস্তরে শান্তি বজায় রাখতে ও সামাজিক পরিবেশকে সুন্দর করতে সকলের আন্তরিকতা প্রয়োজন। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক,জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে।