English|Bangla আজ ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার রাত ১:৪৭
শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জে পুলিশের জন্য বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন অ্যাডিশনাল আইজিমাদারগঞ্জ শহর শাখার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিতবান্দরবানে সেনা রিজিয়নের উদ্যােগে গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণজনগনের ভালবাসা নিয়ে জননেত্রী শেখ হাসিনার আদেশ পালন করে যাব…সাজ্জাদুল হাসানশীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ময়মনসিংহের ডিআরওকারাগারের ভেতরে এক নারীসহ তিনজন সাক্ষাতের ঘটনায়: জেল সুপার ও জেলার প্রত্যাহারকৃষকের ঐতিহ্যবাহী কৃষিজ সরল যন্ত্র কুস্শি এখন বিলুপ্তির পথেমহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।শ্রীমঙ্গলে ১ম দফায় ঘরসহ জমি পেলেন ১শত পরিবারবন্য হাতির আক্রমণে বান্দরবানে ২ জনের মৃত্যু, আহত ১

ভোলা থেমে নেই বঙ্রের ছাতার মতো গড়ে উঠা কোচিং বন্ধের অভিযান,পর্দার অন্তরালে সরকারি শিক্ষক

মোঃমামুন হোসাইন (ভোলা)

ভোলায় বঙ্রৈর ছাতার মত গড়ে উঠছে কোচিং বানিজ্য।আর এসব কোচিং রমরমা পর্দার অন্তরালে সরকারি শিক্ষকবৃন্দ। সরকারি নিদর্শনা অনুযায়ী সকল ধরনের কোচিং বানিজ্য বন্ধের লক্ষ্যে আজ কঠোর অবস্থানে মাঠে নেমেছে ভোলা জেলা প্রশাসন।

ইতোমধ্যে সকল ধরনের কোচিং এর তালিকা ও স্থান শনাক্ত করেছে বলে জানিয়েছে এডিসি (শিক্ষা)

আরো জানান,কোন কোচিংকি ধরনের শিক্ষক পড়ান এবং কত টাকা করে নেয় তা অনুসন্ধানও কাজ করবে প্রশাসন। যে কোন সময় তালিকা অনুযায়ী মাঠে নামবে প্রশাসন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা যায়।

এদিকে কঠোর নিদর্শনার পরেও বন্ধ হয়নি ভোলায় কোচিং বানিজ্য, আজও শহরের বেশ কয়েকটি অলিগলি গুরে এমন দৃশ্য চোখে পড়ে সংবাদ কর্মীদের।

অন্যদিকে প্রশাসন জানিয়েছেন,কোচিং বন্ধের অভিযান চলছে,যেখানে কোচিং সেন্টার খোলা দেখায় যাবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহন করা হবে।
আরো জানান,আপনার সংবাদ কর্মীগন আমাদের তথ্য আমাদের কে দিন,আমরা মাঠ হস্তক্ষেপ করবো বলে ও জানান।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো