ভোলা জেলা পুলিশের আয়োজনে অদ্য০১/০৩/২০২০খ্রিঃ
পেশাগত দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের স্মরণে পালিত হয় “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০”।
তাদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা, জনাব মাসুদ আলম সিদ্দিক,জেলা প্রশাসক, ভোলা, কোস্ট গার্ড, জেল পুলিশ, নিহতদের পরিবারের সদস্যবৃন্দ।
এ সময় নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠিত স্মরনসভায় সভাপতিত্ব করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ গণ, নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ সহ ভোলা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ লাইন্স এর বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্যরা।
এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের কাছে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।