পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর ডিষ্ট্রিক কো-অডিনেটরদের নিয়ে মাষিক সমন্বয় ও লক্ষমাত্রা নির্ধারনী সভা অনুষ্টিত হয়েছে ভোলার উকিলপাড়ায় কোম্পানির নিজস্ব ভবনের হল রুমে।
এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপ- ব্যবস্থাপনা পরিচালক ( উন্নায়ন ও প্রশাসন) জনাব নওশের আলী নাঈম, বিশেষ অতিথি উপ ব্যবস্থাপনা পরিচালক (একক বীমা) জনাব শেখ হাবিবুর রহমান, কোম্পানির সিনিয়র জিএম জনাব জিল্লুর রহমান জিলান, সিনিয়র জিএম জনাব মাহাবুবুর রহমান।
উক্ত সভার সভাপতি ছিলেন কোম্পানির প্রকল্প ইনচার্জ জনাব আমজাদুল হক টুলু এবং তজুমদ্দিন, দুলারহাট সার্ভিস সেলের সিনিয়র কর্মকর্তা বিন্দু। অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে কর্মী কর্মকর্তাদের ২০১৯ সালের ব্যবসা পর্যালোচনা করে ২০২০ সালের লক্ষমাত্রা অর্জনের জন্য আন্তরিকতার সাথে কাজ করার আহব্বান জানান।
এছাড়া মার্চ ২০২০ সালে কক্সবাজার আনন্দ ভ্রমনের জন্য নির্ধারিত লক্ষমাত্রা পুরনে সতেষ্ট থাকতে বলা হয়েছে, বিগত দিনের মতই ভালো কাজ করে সমাজ ও দেশ গঠনের অগ্রহণীয় ভূমিকা পালন করতে বলেন জনাব নওশের আলী নাঈম।
অনুষ্টানে ২০ জন বীমা গ্রাহকের মেয়াদপূর্তির চেক হস্তন্তর করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।