ভোলার বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার হাসান
ভোলা বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান হাওলাদার (৯০) মঙ্গলবার ভোর ৬টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্যগুণীগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার আছর বাদ শেষ করে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,
উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব প্রমূখ সহ উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।