ভালুকায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আর্মি ক্যাপ্টেনের ভুয়া আইডি কার্ডসহ আরাফাত শেখ অভি (২৭) নামে এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার হবিরবাড়ীর মাস্টারবাড়ী এলাকার তেপান্তর ফাইভস্টার হোটেল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে অভিযুক্ত সেনা সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই ভিকটিম বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে ওই সেনা সদস্যকে ধর্ষণের অভিযোগে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, আরাফাত শেখ অভি ভালুকা উপজেলার পৌরসভা ভান্ডাব গ্রামের শেখ শফি উদ্দিনের ছেলে। গত দুই মাস আগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক ছাত্রীর সঙ্গে তার ঘটকের মাধ্যমে পরিচয় হয়। ওই সময় আরাফাত নিজেকে সেনা বাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেয়। পরবর্তীকালে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে মেয়ের পারিবারিক ভাবে জানতে পারে যে ওই ছেলে সেনাবাহিনীর কেপ্টেন নয়। সে একজন সেনা সদস্য।
বৃহস্পতিবার ওই মেয়েটিকে ভুল বুঝিয়ে একটি প্রাইভেটকারে করে ভালুকা উপজেলার তেপান্তরর নামে একটি আবাসিক হোটেল নিয়ে আসে আরাফাত। সেখানে তাকে জোর পূর্বক ধর্ষণের পর একটি ভিডিও ধারণ করা হয়। তখন কৌশলে কলেজ ছাত্রী নিজের ঠিকানা ক্ষুদে বার্তার মাধ্যমে বড় বোনের জামাইকে জানান। পরে বোন জামাই ৯৯৯ কল দিয়ে বিষয়টি জানালে শুক্রবার সকালে ভালুকা মডেল থানার পুলিশ হোটেল থেকে মেয়েটিকে উদ্ধার করে। একই সঙ্গে আরাফাতকেও আটক করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘আরাফাতের কাছ থেকে একটি ভুয়া ক্যাপ্টেনের পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে। সেনা বাহিনীকে বিষয়টি অবগত করা হয়েছে। মেয়েটি নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগ দিয়ে থানায় মামলা করলে আরাফাতকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।’