ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোডিন সিরাপ (এসকাফ) গাঁজা ও মাদকবিক্রির লক্ষাধিক টাকাসহ গ্রেফতার-৩
জহিরুল ইসলাম জেলা সংবাদদাতা:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আজ ০৮/০৩/২০২০ তারিখ রাতভর বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মুকুন্দপুর কামালমুড়া এলাকা থেকে ০৪ (চার) বোতল কোডিন সিরাপ (এসকাফ), ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা এবং মাদকবিক্রয়লব্দ ১,৮২,০০০ (এক লক্ষ বিরাশি হাজার) টাকাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ ফোরন আলী ও পুত্র মোঃ মানিক মিয়াকে গ্রেফতার করা হয়।
পরে একই উপজেলার বিষ্ণুপুর কালাছাড়া এলাকা থেকে ০৪(চার) বোতল কোডিন সিরাপ (এসকাফ)সহ আসামী মধু মিয়া ওরফে রাস্ট মিয়াকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় ০২টি নিয়মিত মামলা দায়ের করা হয়।