দৈনিক রাজবার্তা সহ কয়েকটি পত্রিকার রাজশাহী ব্যাুরো প্রধান সৌমেন মন্ডল উন্নত চিকিৎসার জন্য চেন্নাই স্যার রামাচন্দ্র মেডিকেল কলেজ এন্ড রিচার্জ সেন্টারে চিকিৎসা গ্রহণ।
সৌমেন মন্ডল গত (৬ এপ্রিল ২০১৯) সংবাদ সংগ্রহের সময় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক), পরে বরিন্দ্র মেডিকেল, তার শারীরিক অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য কলকাতাই পিয়ারলেস এবং পরে চেন্নাইতে স্যার রামাচন্দ্র মেডিকেল স্থানান্তর করা হয়।
এখানে দীর্ঘদিন চিকিৎসার পরে বর্তমানের সৌমেন মন্ডল এর শারীরিক অবস্থা অনেকটাই ভালো। এখন তার দ্বিতীয় দফায় চিকিৎসা চলছে।
সৌমেন মন্ডল পেশাগত জীবনে বেশ কয়েকটি পত্রিকাতে রাজশাহী ব্যাুরো প্রধানের দ্বায়িত্ব পালন আসছেন। এরমধ্যে দৈনিক রাজবার্তা, দৈনিক ভোরের জানালা, দৈনিক ভোরের কুমিল্লা, দৈনিক ভোরের বার্তা, দৈনিক ভোরের কন্ঠ, কপোতাক্ষ নিউজ ২৪.কম, সময়ের খবর, সময় সংবাদ।
তিনি সকল সম্পাদক, কলাকুশলী, প্রতিনিধি, সংবাদপত্র পাঠক ও সংশ্লিষ্ট সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসতে পারেন।