ব্তিক্রম উদ্যোগে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল আহমেদের শুভ জন্মদিন পালিত হয়। ধুমধাম ভাবে কেক কাটা বা আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিদের দাওয়াত করে নয়।
জন্মদিন উপলক্ষে আজ সোমবার বাঞ্ছারামপুর-জগন্নাথপুর কবরস্থান সংলগ্ন হযরত ওমর (রাঃ) জামে মসজিদে যোহর নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল ,এতিম খানার সকল ছাত্রদের নিয়ে মধ্যাহ্ন ভোজ ও দরিদ্র এতিমদের সাতে আনন্দ ভাগাভাগি করে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল আহমেদ জন্মদিন পালন করেন।
পাশাপাশি মিলাদ মাহফিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাঞ্ছারামপুরের উন্নয়নের জনক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করানো হয়। এবং বাঞ্ছারামপুর উপজেলা আওয়মীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্থরের জনগের মঙ্গলকামনায় দোয়া করানো হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য ও সাবেক মেম্বার মোঃ আলামিন , উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মহিউদ্দিন, ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, ভোরের কাগজের বাঞ্ছারামপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি ফয়সাল আহমেদ সহ
মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাহফিলে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আলামিন।