English|Bangla আজ ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ৭:৩৭
শিরোনাম
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন : মেয়র পদে ৭ জনের মনোনয়ন পত্র দাখিলপলাশবাড়ীতে অগ্নিনির্বাপক গ্যাস বিস্ফোরণে গুরুতর অাহত-১গাইবান্ধায় নির্বাচন পরবর্তী সংহিসতায় দু’টি মামলা দায়ের : আটক-৫রাণীনগরে ৩ জুয়ারীসহ আটক ৪রাণীনগরে ঘটনার ১৬ মাস পর হত্যা মামলালক্ষ্মীপুরে-পৌরসভা নির্বাচন:৬ মেয়র প্রার্থীসহ ৫৭ জনের মনোনয়নপত্র দাখিলনান্দাইলে”সমন্বিত বালাই ব্যবস্হাপনা (আইপিএম) এর মাধ্যমে গুনগতমানসম্পন্ন ও নিরাপদ শিম উৎপাদন”শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিতময়মনসিংহে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিতসংবিধানের নির্দেশনায় ও আইনের আলোকে উপজেলা প্রশাসন পরিচালনার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিতপৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রচারনায় এগিয়ে প্রতিশ্রুতিশীল সমাজসেবক পুলক পারভেজ

ব্যতিক্রম উদ্যোগে জন্মদিন পালন করলেন ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ

জহিরুল ইসলাম জেলা সংবাদদাতাঃ

ব্তিক্রম উদ্যোগে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল আহমেদের শুভ জন্মদিন পালিত হয়। ধুমধাম ভাবে কেক কাটা বা আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিদের দাওয়াত করে নয়।

জন্মদিন উপলক্ষে আজ সোমবার বাঞ্ছারামপুর-জগন্নাথপুর কবরস্থান সংলগ্ন হযরত ওমর (রাঃ) জামে মসজিদে যোহর নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল ,এতিম খানার সকল ছাত্রদের নিয়ে মধ্যাহ্ন ভোজ ও দরিদ্র এতিমদের সাতে আনন্দ ভাগাভাগি করে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল আহমেদ জন্মদিন পালন করেন।

পাশাপাশি মিলাদ মাহফিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাঞ্ছারামপুরের উন্নয়নের জনক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করানো হয়। এবং বাঞ্ছারামপুর উপজেলা আওয়মীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্থরের জনগের মঙ্গলকামনায় দোয়া করানো হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য ও সাবেক মেম্বার মোঃ আলামিন , উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মহিউদ্দিন, ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, ভোরের কাগজের বাঞ্ছারামপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি ফয়সাল আহমেদ সহ

মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাহফিলে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আলামিন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো