রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তিগত উদ্দ্যগে গড়ে উঠেছে আলহাজ্ব রশিদীয়া ও এবতেদায়ী মাদ্রাসা।
মাদ্রাসা পরিচালক নাসিরুল কামাল সুজন আমাদের একাত্তর জার্নালকে জানায় আমার পিতা আলহাজ্ব আব্দুল রশিদ মোল্লা ২০১৫ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করে।
প্রথমে মক্তব দিয়ে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। পরে এই মাদ্রাসাটি ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে উন্নয়ন হতে শুরু করে।
পরিচালক আরও জানান এই মাদ্রাসায় প্রায় একশত ছাত্রের খাবার মাদ্রাসা কর্তৃপক্ষ সরবরাহ করে। এই মাদ্রাসায় আবাসিক ব্যবস্থা রয়েছে। মাদ্রায় প্রায় ২৫০ জন ছাত্র ছাত্রী রয়েছে।
মাদ্রাসা পরিচালক নাসিরুল কামাল সুজন আরও জানান এই প্রত্যন্ত অঞ্চলে আমার পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি অত্যন্ত দক্ষ্যতার সহিত মাদ্রাসাটি পরিচালনা করে আসছি।