বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম, (বোট) এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকী’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’কে, ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বোট টিম।
এ সময় উপস্থিত ছিলেন বোট টিম এর সভাপতি এডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাহার, সভাপতি মন্ডলীর সদস্য সেলিনা বেগম, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম খানসহ বোট টিমের অন্যান্য নেতৃবৃন্দ। ২৫/০১/২০২০ ইং তারিখ রোজ শনিবার সকাল দশটার সময় ওবায়দুল কাদের এমপি’কে বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ ।
ওবায়দুল কাদের এমপি’র বাসভবন থেকে বের হয়ে বোটের নেতৃবৃন্দকে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ঢাকা (দক্ষিণ) সিটির মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর নৌকা প্রতীকের প্রচারণা শুরু করেন।
ধানমন্ডি এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নৌকা প্রতীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করতে করতে নিউ মার্কেট এসে অবস্থান নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ । পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় বোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকী বলেন- “আমাদের প্রথম ও প্রধানতম কাজ হলো ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অনলাইনে ব্যাপক প্রচার করতে হবে এবং আওয়ামী বিরোধীদের অপপ্রচারের সমুচিত জবাব দিতে হবে।
একাত্তরের পরাজিত অপশক্তি ও তাদের দোসরদের অফলাইনের মতো অনলাইন থেকেও বিদায় করতে হবে।”