দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়ন এর রাজাপুর (মেক্সির) মোড়ে ৩টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ৫মার্চ ২০২০খ্রীঃ রোজ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে দোকানগুলো পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটে যে কোন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এতে জাহাঙ্গীর ট্রেডার্স মুদি দোকান, তুষার ফার্মেসী, মনোজ মোবাইল কর্ণার ও সার্ভিসিং সেন্টারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ সারোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।