সুমন শান্ত, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের ২০১৮ এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অন্তভুক্তির দাবীতে মানববন্ধন শেষে জেলাপ্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেছেন শিক্ষক ফোরাম নেতারা।
গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন শেষে স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম বাংলাদেশ রাজশাহী জেলা কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সোহরাব হোসেন।এসময় বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি ও তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের প্রভাষক বিকাশ কুমার, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেশরহাট ডিগ্রি কলেজের প্রভাষক জালাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের প্রভাষক দুলাল হোসেন ও প্রভাষক মেহেদী হাসান প্রমূখ।