বুড়ি তিস্তা ও চাড়াল কাটা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন
হাবিবুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বুড়ি তিস্তা নদীরতীর সংরক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন করেন, উত্তর বঙ্গের প্রিয় মুখ অভিনেতা জাতীয় নীলফামারী ০২আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতি মন্ত্রী,জনাব মোঃ আসাদুজ্জামান নুর ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার পৌরসভা মেয়র জনাব মোঃ কমেড চৌধুরী ।এবং সাবেক সংসদ সদস্য নীলফামারী ০১ আসনের, অধ্যাপক জনাব মোঃ গোলাম মোস্তাফা ।
এছাড়াও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহেদ বাহাদুর,উপজেলা পরিষদ, জলঢাকা।
বুড়ি তিস্তা নদী নীলফামারী জেলার ডিমলা উপজেলার কালিগঞ্জ জির পয়েন্টর তিস্তা মূল নদী একটি শাখা সৃষ্টি হয়েছে ।এটি ডিমলাউপজেলার ছাতনাই কলোনি এলাকা দিয়ে নাঊতার ইউনিয়ন হয়ে জলঢাকা উপজেলায় প্রবেশ করেছে গোলমুন্ডা ইউনিয়নের ভিতর দিয়ে এবং গোপাল ঝার ইউনিয়নে প্রবাহিত হয়ে আবার মূল তিস্তায় পতিত হয়েছে।
নদী টি বর্তমানে তার পূর্বে খরস্রোতা শক্তি হারিয়ে নাজুক হয়ে পড়েছে ।তাই এখন বুড়ি তিস্তা নামেই বেশি পরিচিত ।কিন্তু বর্ষা এলেই আবার সর্ব শক্তি নিয়ে তীরবর্তী অঞ্চলে পূর্ণ তান্ডব চালান ।
তাই অববাহিকার মানুষের কাছে পূর্ণ নদী শাসন বাঁধ দীর্ঘ দিনের প্রত্যাশা। পরিশেষে ০৮/০১/২০২০ইং এ কাজের শুভ সূচনা হয়।