বিদ্যুতপৃষ্টে চাচা ভাতিজার মৃত্যুতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।ইউএনও একরামুল ছিদ্দিক
জহিরুল ইসলাম(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
বৃহস্পতিবার(২১/১) নবীনগরের বড়িকান্দি ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করা চাচা-ভাতিজা গোলাম মোস্তফা ও জসু মিয়ার আত্নার শান্তি কামনায় ও শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতার পাশাপাশি উপজেলা প্রশাসন নগদ ৫০(পঞ্চাশ)হাজার টাকা,দুইটি পরিবার কে প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। তাদের বিধ্বস্ত ঘরটিও মেরামত করে দেয়ার ব্যাবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। এসময় এসিল্যান্ড ইকবাল হাসান , পিআইও প্রকৌশলী মিজানুর রহমান ও চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত প্রমুখ উপস্থিত ছিলেন।