মো: আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনাঃ
নেত্রকোনার বারহাট্টায় ট্রেইনের নীচে কাটাপরে উজ্জল নামে (৩৩)এক ব্যাক্তি নিহিত হয়েছেন।
জানাজায় আজ (২০-শে ডিসেম্বর)
মোহনগঞ্জ হইতে ময়মনসিংহ গামী মহুয়া(লোকাল) ট্রেইনের নীচে কাটা পরে নিহিত হয় এই ব্যাক্তি।
নিহিত ব্যাক্তির পরিচয় জানাজায়
মোহনগঞ্জ উপজেলার ১নং বড় কাশিয়া বিরাম পুর ইউনিয়নের, বিরাম পুর গ্রামের মৃত আ:লতিফের ছেলে।
এ রিপোট লেখা পর্যন্ত বিস্তারিত অন্য কিছু জানাজায়নি।