বান্দরবানে সেনা জোনের উদ্যােগে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ
তপন চক্রবর্তী তপন চক্রবর্তী, বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলায় দূর্গম পাহাড়ী এলাকা হতে আগত প্রায় ১০০ জন অসহায় গরীব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতারণ করেছে বান্দরবান সেনা জোন।
অদ্য সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ঃ৩০ ঘটিকায় বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার- উস- সামাদ রাফি, বিএসপি, পিএসসি এর নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আকিব আহমেদ।
এসময় শীতবস্ত্র গ্রহন করতে আসা অসহায় গরীব দুস্থ ব্যক্তিগণসহ স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতবস্ত্র গ্রহণ করতে আসা ৭৫ বছর বয়সী গরীব বৃদ্ধ তর্খোব বোম বলেন সেনাবাহিনী আমাদের দুঃখের সাথী।
এ বিষয়ে রোয়াংছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আকিব আহমেদ বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণ পরিচালনার মাধ্যমে পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি পাহাড়ী এলাকায় বসবাসরত গরীব সুবিধাবঞ্চিতদের মাঝে প্রতিনিয়তই সেনাবাহিনী বিভিন্ন সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় আজ আমরা অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে পার্বত্য এলাকার সুবিধাবঞ্চিতদের পাশে দাড়িয়েছি।