English|Bangla আজ ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিকাল ৫:৫৪
শিরোনাম
নাব্যতা সংকটের কারণে গাইবান্ধায় নৌ-চলাচল ব্যাহতসাপাহারে হতে সকলের অশ্রুসিক্ত ভালোবাসা নিয়ে বিদায় নিলেন কল্যাণ চৌধুরীরংপুর জেলা আ’লীগ নেতা ওয়াজেদুল ইসলামের মাতা আর নেইফুলপুর শুভসংঘের নয়া কমিটির যাত্রা শুরু, আশরাফ সভাপতি, পান্না সাধারণ সম্পাদকনরসিংদীতে ঢিলেঢালা লকডাউনচিরিরবন্দরে নির্দেশ অমান্য করে দোকান খোলায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানাফেসবুক গ্রুপ প্রিয় খানসামা’র উদ্যোগে গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরুপহেলা বৈশাখ উপলক্ষে সাপাহারে রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশনকরোনা কি পৃথিবীতে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে?ইউএনও-এসিল্যান্ডের নজরদারী- নান্দাইলে কঠোরভাবে লকডাউন পালন

বান্দরবানে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ১

তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধিঃ

আহত সিএনজি চালকের নাম মোঃ কামাল হোসেন (৪২) পিতাঃ মোঃ নেয়াজুর রহমান সে জানান কেওছিয়া, সাতকানিয়া চট্টগ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানাযায় ১৬(ডিসেম্বর) বেলা অনুঃ সাড়ে ৩টার সময় বান্দরবান কেরানিহাট সড়কের রেইচা কবরস্থান এলাকায় মটর সাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সুত্রে আরো জানযায় দুর্ঘটনা পরবর্তী মটর সাইকেল আরোহী মোঃ কামাল উদ্দীন(৫২) পিতাঃ মোঃ ইউনুস , ঠাকুরদিঘী, সাতকানিয়া,চট্টগ্রাম এর সাথে আলাপ চারিতা কালে মুখ থেকে মদের দুর্গন্ধ(মদ্যপ অবস্থায় ছিল) এবং তার নিকট ২ লিটার দেশীয় চোলাই মদ পাওয়া যায়।আহত সিএনজি চালকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণের সুপারিশ প্রদান করেন।

বান্দরবান সদর থানা ডিউটি অফিসার এ এস আই মুজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত সিএনজি মটরসাইকেল, মটরসাইকেল আরোহী মোঃ কামাল উদ্দী্নের সাথে থাকা ২ লিটার দেশীয় চোলাই মদ সহ থানা হেফাজতে আছে।

আইনানুক ব্যবস্থা গ্রহন শেষে মহামান্য আদালতে প্রেরণ করা হবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো