বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার ৫শত টাকা জরিমানা
তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত, জনগনের বিশুদ্ধ খাবার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করে বান্দরবানের বাবা সত্যপীর হোটেল ও আবির ষ্টোর’কে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দ্বায়ে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বান্দরবান পার্বত্য জেলা এইচ এম ইবনে মিজান ও মোঃ মাহামুদুল হাসান’র নেতৃত্বে বান্দরবান জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত, জনগনের বিশুদ্ধ খাবার নিশ্চিত করতে সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১ টায় যৌথ অভিযান পরিচালনা করে বান্দরবান সদরস্থ রোয়াংছড়ি বাস ষ্টেশন এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাবার ( নুডলস, লাচ্ছি, জুস, কোকাকোলা ) বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনীতে মজুদ করার দ্বায়ে বাবা সত্যপীর হোটেলকে পাঁচ হাজার (৫,০০০/=) টাকা ও আবির ষ্টোরকে পাঁচ শত (৫০০/=) টাকা জরিমানা করেন। ভোক্তা অধীকার আইন ২০১৯ এর ৫১ ধারায় বান্দরবান জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন এবং উক্ত খাবার অযোগ্য মেয়াদ উত্তীর্ণ খাবার গুলো তাৎক্ষনিক ভাবে ধ্বংস করেন।
এ সময় বান্দরবান সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক মিথুন কুমার বড়ুয়া, বান্দরবান সদর থানা পুলিশ সহ সঙ্গীয়রা উপস্থিত ছিলেন।