বান্দরবানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ মহিলা নিহত হয়েছে।
নিহত মহিলার নাম সফিকা বেগম (২৬) স্বামী জসিম উদ্দিন সে ঈদগাহ খোদাইবাড়ী, চকরিয়া,কক্সবাজারের বাসিন্দা।
সুত্রে জানযায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি)বিকালে বান্দরবান সদর উপজেলার বাকীছড়া মুখ এলাকায় ধোপাছড়ি যাওয়ার পথে বান্দরবান -হ ১১-২৬৪০ বান্দরবান -হ ১১-১৫২১ নাম্বার সম্বলিত ভাড়ায় চালিত দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির আরোহী গনের মধ্যে একজন নারী গুরুতর আহত হয়।ঘটনাস্থল হতে এলাকাবাসীর সহযোগীতায় তাকে বান্দরবান সদর হাস্পাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বান্দরবান সদর থানা পুলিশ উপ-পরিদর্শক প্রনব কান্তি দাশ সত্যতা নিশ্চিত করে জানান লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাস্পাতালে রয়েছে,ঘটনাস্থল হতে দুর্ঘটনা গ্রস্থ মোটর সাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।তবে ঘটনাস্থল হতে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।তবে অনুসন্ধান চলমান রয়েছে।