English|Bangla আজ ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার সন্ধ্যা ৬:১০
শিরোনাম

বান্দরবানে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ৬

তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান শহরস্থ বাস বাসস্ট্যান্ডে বেলি ব্রীজে ত্রিমুখী সংঘর্ষে ট্রাক-প্রাইভেটকার ও সিএনজি যাত্রীদের ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যাক্তিরা হলেন- ওমর ফারুক (৩২), পিতা: আবুল কাশেম, সাং: হালিশহর, জেলা: চট্টগ্রাম; আনোয়ার হোসেন (৪৫)
পিতা: মৃত বাতেন মিয়া সাং: হালিশহর, জেলা: চট্রগ্রাম;
মোঃ রিয়াদ উদ্দিন (৩৪), সাং: হালিশহর, জেলা: চট্রগ্রাম; নাসির মেহেদী চৌধুরী (৩০) পিতা: মোঃ ইমাম মেহেদী চৌধুরী, সাং: কুলাউড়া,
জেলা: মৌলভীবাজার; শহিদুল ইসলাম নয়ন (৪০), পিতা: শামসুল ইসলাম, সাং: সোয়ালুক বাজার
জেলা: বান্দরবান সদর; মোঃ ফাহাদ হোসেন (৩০),পিতা: আবুল কাশেম
সাং: হালিশহর, জেলা: চট্রগ্রাম;

শক্রবার (২২ জানুয়ারী) সন্ধ্যা ৬ঃ৪০ ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানাযায়, বান্দরবান বেলি ব্রীজে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি প্রাইভেটকার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ – সেনাবাহানী – ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন।

বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত ছয় জনের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক থাকে বান্দরবান সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো