বান্দরবানে চিকিৎসা প্রতিষ্ঠান গুলোতে অনিয়ম প্রতিরোধে দুদকের অভিযান
তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের চিকিৎসা প্রতিষ্ঠান গুলোর অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্য্যালয়।
১০৬ নাম্বারে বান্দরবানের চিকিৎসা প্রতিষ্ঠান গুলোর অনিয়ম সংক্রান্ত আভিযোগ পেয়ে বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) অনিয়ম উৎঘাটন ও প্রতিরোধের লক্ষ্যে দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্য্যালয় সহকারী পরিচালক মোঃ শরিফ উদ্দীনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রায় সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্টান হাস্পাতাল,ডায়াগনস্টিক সেন্টার,প্যাথলজি সেন্টার গুলোর অনুমতি পত্র, চিকিৎসা ব্যাবস্থার মান সহ সেবা প্রদানের সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থা গুলো পর্যবেক্ষণ করেন।পরে সকল অনিয়ম (অসম্পূর্ণ অনুমতি পত্র) সর্বউচ্চ ৩ মাসের মধ্যে সংশোধনের করতে বলা হয় অন্যতায় সরকারি নিয়ম উপেক্ষা করার দ্বায়ে প্রতিষ্টান বন্ধ করার হুঁশিয়ারী প্রাদান করেন।
উক্ত অভিযানে দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্য্যালয় সহকারী পরিচালক মোঃ শরিফ উদ্দীন,বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এস্টেশন অফিসার মোঃ সাফায়াত হোসেন,বান্দরবান সিভিল সার্জেন অফিসার ডাঃ মোঃমাহাতাব উদ্দীন চৌধুরী, বান্দরবান পরিবেশ উন্নয়ন অধিদপ্তর সহকারী পরিদর্শক মোঃ আব্দুস সালাম,বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিঠির সভাপতি অং চ মং, বান্দরবান সদর থানা পুলিশ উপ পরিদর্শক প্রনব দাশ সহ সঙ্গীয়রা উপস্থিত ছিলেন।