বান্দরবান সদরস্থ ৪নং ওয়ার্ড এর মধ্যম পাড়া নামক স্থানে মামার বাড়ীতে ঘুমিয়ে থাকা অবস্থায় ২ মাসের শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম যোতি দাশ (২ মাস), মাতাঃ জয়া দাশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় অগ্নিদগ্ধের মা শিশু যোতি দাশকে ঘুমন্ত অবস্থায় রেখে শৌচাগারে গেলে কিছুক্ষণ পরে আগুন বলে লোকজনের চিৎকার শুনতে পাই। প্রতিবেশিরা এগিয়ে এসে দেখে শিশু যোতি দাশসহ জয়া দাশের বাবা বিজয় দাশের ঘরের সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।প্রাথমিক ভাবে আগুনের সুত্রপাত হ্যারিকেন থেকে হয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করছেন।
বান্দরবান সদর থানা পুলিশ উপ-পরির্দশক প্রনব কান্তি দাশ সত্যতা নিশ্চিত করেন।