বান্দরবানে আত্মরক্ষামূলক ২০দিন ব্যাপী শুরু হলো চাইনিজ মার্শাল আর্ট ‘উশু’ প্রশিক্ষণ
তপন চক্রবর্তী ,বান্দরবানপ্রতিনিধি
ছাত্র-ছাত্রীদের আত্মরক্ষার কৌশল সংক্রান্ত ২০দিন ব্যাপী বান্দরবানে চাইনিজ মার্শাল আর্ট ‘উশু’ প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায় বান্দরবান জেলা ক্রিয়া সংস্থায় সহযোগীতায় বান্দরবান জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফি, মোহাম্মদ আলমগীর সাহা ভূইয়া, জেলা ক্রিয়া সংস্থান কোষাধ্যক্ষ মংচিংপ্রু নজি, মো. মাহাফুজুর রশিদ বাচ্চু, পুলুপ্রু, অংচমং সহ অনেকে।
আয়োজকরা জানান, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক বিভিন্ন কৌশল সংক্রান্ত ২০ দিন ব্যাপী প্রশিক্ষন প্রদান করা হবে। এবারে বিভিন্ন স্কুল থেকে ২০০ জন ছাত্র ও ছাত্রী অংশ নিচ্ছে। এতে কোমল ছাত্র-ছাত্রীদের আত্মরক্ষামূলক কারাতের বিভিন্ন কৌশল প্রশিক্ষণ দেবেন আন্তর্জাতিক উশু কোচ মোহাম্মদ আনোয়ারুল রাসেল।