বান্দরবানের রুমা উপজেলায় ফের যৌথ অভিযানে পপি (আফিম) ক্ষেতধ্বংস করা হয়েছে।
সুত্রে জানাযায় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারী) ভোর ৫টায় রুমা জোন (২৭ ইবি) সদরহতে লেফটেন্যান্ট মোঃ তানজিমুল ইসলাম এর নেতৃত্বে ১টিস্পেশাল টহল দল সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে, রুমা বাজার থেকে ৮কিলোমিটার দক্ষিন-পশ্চিমে তংগ্রী পাড়া ও শৈরাতাং পাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ একর জমির ৩টি চাষকৃত পপি (আফিম) ক্ষেতের গাছ ধ্বংস এবং পুড়ে ফেলা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আফিম চাষিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর, পিএসসি, জোন কমান্ডার রুমা জোন জানান যে সেনাবাহিনী ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেক্ষ্যগত ২৪ জানুয়ারি চট্টগ্রাম র্যাব ৭ ও ২৮ জানুয়ারি রুমা সেনা জোন কতৃক অনুরুপ পপিক্ষেত ধ্বংস করা হয়েছিল।