‘ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় উপজেলা হলরুমে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দীন, বাঘা পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম ও বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী ও রিজিয়া আজিজ সরকার, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শফিকুর রহমান, রবিউল ইসলাম, ফিরোজ আহম্মেদ রঞ্জু ও মেরাজুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান ও এবিএম সানোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।
পরে নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়।