জাকির জমাদ্দার বাকেরগঞ্জঃ
গতকাল সকাল ১০ টায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯ তম বিসিএস এ নব নিয়োগকৃত মোট ১৩ জন ডাক্তার যোগদান করেছেন। এদের মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। বাকী ১০ জন বিভিন্ন ইউ এস সি এবং এফ ডবলু সি তে পদন্নিত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান শাহীন নবাগতদের এ যোগদান অনুষ্ঠানের আয়োজন কওে নবগত ডাক্তারদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আর এমও ডাঃ সাইফুল আহমেদ সরকার, এমও ডাঃ আকিল আল ইসলাম,ডাঃ উম্মে আয়শা, স্যাকমো ডাঃ মিরাজ হাসান ও পলাশ, বাকেরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জাকির জমাদ্দার এবং নবাগতদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালের জুনিয়র ক্লার্ক মোঃ ইউনুস আলী পিন্টু যোগদানের যাবতীয় কার্যাদি সম্পন্ন করেন।
এছাড়াও যোগদান অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন ভাবে সহোযোগিতা করেন। ডাঃ মনিরুজ্জামান শাহিন সাংবাদিকদের জানান, আমরা হাসপাতালের সকল রোগীর সর্বোচ্চ সেবা দেয়ার জন্য সকল ডাক্তারদের সর্বাত্বক সহযোগিতা কামনা করে।
এ যোগদানের মধ্যে দিয়ে বাকেরগঞ্জ বাসীর দির্ঘ দিনের আশা পুনর হলো উল্লেখ্য কয়েক বছর থেকে এ হাসপাতালে ডাক্তার সংকট চলে আসছিলো এ জন্য স্বাস্থ্য বিভাগকে অভিনন্দন জানানো হয়েছে।
ছবি ০০১ বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯ তম বিসিএস এর ১৩ জন নতুন ডাক্তারের যোগদান।