বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি গঠন
রিপোটঃ শ্রী সুকদেব লাল(শুভ), ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির জরুরি সভায় ঢাকা জেলা আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত কমিটি সিদ্ধান্ত গঠনের সময় কেন্দ্রিয় কমিটির মাননিয় চেয়ারম্যান পথিক বাদল বাসফোর ও মাননিয় মহাসচিব রম্ভুনাথ বাসফোর উপস্থিত ছিলেন, তাদের যৌথ অনুমোদনক্রমে ঢাকা জেলা আহ্বায়ক হিসেবে শ্রী সুকদেব লাল( সাংবাদিক), পিতাঃ স্বর্গিয় বাবু শ্যামলাল, ঠিকানাঃ গনকটুলি সিটি কলোনি, হাজারিবাগ ঢাকা ও সদস্য সচিব হিসেবে সুদামা দাস, পিতাঃ রামু, ঠিকানাঃ মিরিনজিল্লা সিটি কলোনি, আগাসাদেক রোড ঢাকা। এই দুই উদীয়মান হরিজন সংগঠকের ১ম জনকে আহ্বায়ক ও ২য় জনকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করে ঢাকা জেলা আহ্বায়ক কমিটির ঘোষনা করা হয়। উনাদের সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাবে হরিজন সম্প্রদায়, আমরা তাদের এই হরিজন জাতির কল্যানের পথ চলা সফলতা কামনা করছি। ধনবাদান্তেঃ কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে, বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন।